CashOutBD.com two in one Love STORY

Subscribe Us

two in one Love STORY

 



সকালবেলা ঘুমিয়ে আছি হঠাৎ ফোনের বিরক্তকর আওয়াজে ঘুমটা ভাঙ্গলো। ভাবতে লাগলাম কে এই সকাল সকাল ফোন দিলো। আজ তো আমার ছুটির দিন আর অনেকেই জানে। কে হতে পারে এতো সকালে ফোন দেওয়ার জন্য। এইসব ভাবতে ভাবতে মোবাইলের দিকে তাকাতেই ফোনটা কেটে গেল। আর চেক করে দেখলাম এই নাম্বার থেকে টানা ২৪ টা মিসকল আসছে। কিন্তু এটা তো অপরিচিত নাম্বার আর আমি মনে হয় নাম্বারটা চিনিও না। আবার হতে পারে এটা চেনা কেউ হয়ত খুব দরকারে ফোন দিলো। এই ভেবে ফোনটা ব্যাক করতে যাবো আর সাথে সাথে এই নাম্বার থেকে ফোন আসলো। তাই আর দেরি না করেই ফোনটা রিসিভ করলাম।

-- হ্যালো

-- ওই ফোনটা ধরতে তোমার এতো সময় লাগে। রাতে কোন মেয়ের সাথে ফোনে কথা বলে ঘুমিয়েছ যে সকাল ৯টা পর্যন্ত ঘুমাচ্ছো।

-- কে বলছেন??

-- তোমার যম।

-- ঠিক চিনতে পারলাম না।

-- তোমার চেনার দরকার নাই তবে আমি তোমায় চিনি। আর তোমার বেপারে আমি সবই জানি।

-- কিভাবে চিনো আর কি কি জানো?

-- তোমার ছবি দেখার কারনে আমি তোমাকে চিনি আর জানি বলতে। তুমি মতিউর, একজন সিভিল ইঞ্জিনিয়ার। তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান। আর আজ তোমার ছুটির দিন। আর সব থেকে বড় কথা হলো তুমি বিয়ে করবে না বলে জেদ ধরে আছো।

-- তুমি এতো কিছু কি করে জানো আর এইসব তোমাকে কে বলল?

-- বাকিটা না হয় দেখা হলেই জানবে। এখন ৩০ মিনিটের মাঝে রেডি হয়ে নদীর পারে আসো। আর নদীর পাড় এসেই আমাকে একটা ফোন দাও।

-- আমি কেন আসব তোমার কথায়? আর কে হও তুমি যে তোমার কথা আমাকে শুনতে হবে।

-- তোমার ভবিষ্যৎ হোম টিচার আমি। এবার প্রশ্ন না করে তারাতারি চলে আসো। মনে রেখো মাত্র ৩০ মিনিট, এর থেকে যদি ১ মিনিটও বেশি হয় তবে তোমার একদিন কি আমার যত দিন লাগে।

Post a Comment

0 Comments